Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাতগাউছিয়া দরবার শরীফ
স্থান
হাইদগাঁও , মুজিব নগর, পটিয়া, চট্টগ্রাম।
কিভাবে যাওয়া যায়
পটিয়া থেকে যেকোন যানবাহন করে সোজা সাতগাওছিয়া দরবার শরীফ মাজার প্রাঙ্গনে পৌছানো যায়।
বিস্তারিত

 

হযরত আবদুল কাদের জিলানী (রঃ)  নামে এক চুপি সাধক আসেন হাইদগাঁও গ্রামে। সেখান থেকে তাহার নামে একটা আস্তানা শরিফ তৈরি করা হয়। সাতগাছিয়া দরবার শরিফ একটি ঐতিহাসিক দরবার। এখানে অনেক পীর মাশায়েক গণ তাদের অনুসারিদের  ভাল পথে চলার দিক নির্দেশনা দিয়ে থাকেন। তারা মানুষকে ইসলামিক জীবনাদর্শ ভিত্তিক চলার কথা বলেন। এই মাজারে প্রতি বছর মার্চ মাসের ১তারিখ বাংলা মাসের ১৭ই ফাল্গুন অনেক বড় ওরশ শরিফ অনুষ্টিত হয়। তাতে হাজার হাজার মানুষের সমাগম হয়।