হযরত আবদুল কাদের জিলানী (রঃ) নামে এক চুপি সাধক আসেন হাইদগাঁও গ্রামে। সেখান থেকে তাহার নামে একটা আস্তানা শরিফ তৈরি করা হয়। সাতগাছিয়া দরবার শরিফ একটি ঐতিহাসিক দরবার। এখানে অনেক পীর মাশায়েক গণ তাদের অনুসারিদের ভাল পথে চলার দিক নির্দেশনা দিয়ে থাকেন। তারা মানুষকে ইসলামিক জীবনাদর্শ ভিত্তিক চলার কথা বলেন। এই মাজারে প্রতি বছর মার্চ মাসের ১তারিখ বাংলা মাসের ১৭ই ফাল্গুন অনেক বড় ওরশ শরিফ অনুষ্টিত হয়। তাতে হাজার হাজার মানুষের সমাগম হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস