Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
হাইদগাঁও ইউনিয়ন
বিস্তারিত

৪। অফিস পরিচিতিঃ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন তৃণমুল পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠান (ইউনিয়ন পরিষদ কার্যালয়)। পটিয়া উপজেলা সদর ডাকবাংলো হইতে বিওসি রোড হয়ে ত্রিপুরা দীঘিহাট সংলগ্ন। যাহার উত্তর পার্শ্বে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, দক্ষিণ পার্শ্বে ত্রিপুরা দীঘিহাট, পূর্ব পার্শ্বে হাইদগাঁও উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম পার্শ্বে বিওসি সংযোগ সড়ক।

 

৫। সিটিজেন চার্টারঃ

ক্রমঃ নং

সেবার নাম

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

০১

বিবিধ সনদপত্র (জাতীয়তা, ওয়ারিশান, জন্ম-মৃত্যু, চারিত্রিক, ভূমিহীন সনদ) ও অন্যান্য চাহিত প্রত্যয়নপত্র

অফিস চলাকালীন/ তদন্ত সাপেক্ষে ১- ৭ দিনের মধ্যে দেওয়া হয়।

আবেদনের প্রেক্ষিতে ইউ.পি সদস্যের সুপারিশক্রমে/তদন্ত সাপেক্ষে।

ইউনিয়ন পরিষদ কার্যালয়।

০২

ভিজিডি/ভিজিএফ বিতরণ

সরকারের নির্ধারিত বরাদ্দ অনুযায়ী ও নির্ধারিত তারিখে বিতরণ।

ভিজিডি ও ভিজিএফ বিতরণ নীতিমালা অনুযায়ী।

ইউনিয়ন পরিষদ কার্যালয়।

০৩

ট্রেড লাইসেন্স

১-৩ দিনের মধ্যে

চাহিত বিষয়ে নিশ্চিত হয়ে।

ইউনিয়ন পরিষদ কার্যালয়।

০৪

গ্রাম আদালত

মামলার ধরণ অনুযায়ী ১-৩ মাস এর মধ্যে।

গ্রাম আদালত আইন অনুযায়ী।

ইউনিয়ন পরিষদ কার্যালয়।

০৫

ই- তথ্য সেবা কেন্দ্র

চাহিত সেবা অনুযায়ী তাৎক্ষণিক অথবা ১-৩ দিনের মধ্যে।

আবেদনের প্রেক্ষিতে

ইউ.পি তথ্য সেবা কেন্দ্র।

 

 

 

৬। সেবার ধাপ সমূহঃ

ক্রমিক নং

সেবার নাম

  1.  

জাতীয়তা সনদপত্র

  1.  

ওয়ারিশান সনদপত্র

  1.  

মৃত্যু সনদপত্র

  1.  

জন্ম নিবন্ধন সনদ

  1.  

প্রত্যয়ন পত্র

  1.  

অবিবাহিত সনদপত্র

  1.  

ভিজিডি বিতরণ

  1.  

ভিজিএফ বিতরণ

  1.  

চারিত্রিক সনদপত্র

  1.  

ভূমিহীন সনদপত্র

  1.  

ট্রেড লাইসেন্স

  1.  

গ্রাম আদালত এর মামলা নিষ্পত্তি

  1.  

বিভিন্ন তথ্য প্রদান

  1.  

লেমেনেটিং

  1.  

ষ্টুডিও

  1.  

জায়গা জমির খতিয়ান

  1.  

সরকারী-বেসরকারীর বিভিন্ন ফরম সরবরাহ

  1.  

মোবাইল ব্যাংকিং

  1.  

কম্পিউটার কম্পোজ

  1.  

ইন্টারনেট সুবিধা

  1.  

ভিডিও কনফারেন্স

  1.  

বায়োডাটা/জীবনবৃত্তান্ত তৈরী

  1.  

ই-সেবা প্রদান

  1.  

বিভিন্ন পরীক্ষার ফলাফল

  1.  

প্রজেক্টর ভাড়া

 

 

 

 

 

 

 

৭। গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহঃ

ক) উত্তর-পূর্ব হাইদগাঁও আশ্রয়ন প্রকল্পের মাঠ ভরাট।

খ) উত্তর-পূর্ব হাইদগাঁও আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মাণ।

গ) হাইদগাঁও শাহ্ আকবরিয়া সড়কের কার্পেটিং।

ঘ) হাইদগাঁও রাঙ্গুনীয়া অন্নদা দত্ত সড়কের ২য় কি.মি. টু বক্স কালভার্ট নির্মাণ।

ঙ) দক্ষিণ হাইদগাঁও যুব কল্যাণ সমিতি পুকুরের রিটার্নিং ওয়াল।

চ) হাইদগাঁও ডাঃ ছৈয়দ আহমদ বাড়ি সড়ক ব্রীক সলিং

ছ) হাইদগাঁও মুন্সি বাড়ি সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন।

জ) মধ্যম হাইদগাঁও রাজঘাটা সড়ক সংলগ্ন হস্য পুকুরের রিটার্নিং ওয়াল।

ঝ) স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন।