হাইদগাঁও ইউনিয়নের উত্তরে কেলিশহর;দক্ষিণে কচুয়াই,পশ্চিমে পটিয়া পৌরসভা;পূর্বে রাঙ্গুনীয়া অবস্থিত। এই গ্রামে রয়েছে হাজারো সৌন্দর্যের বৈচিত্র ময় নানা রুপ দৃশ্যাবলী। যাহা দেখে/দেখতে হাজার হাজার মানুষ/ দর্শনার্থী চলে আসেন এই গ্রামে। গ্রামের পুর্বে রয়েছে- নানান গাছ-গাছালিতে ভরা পাহাড়। পাহাড়ে রয়েছে ভিবিন্ন ধরনের ফল ফলাদি। আরো রয়েছে বুদবুদি চড়া নামের এক দর্শ্যনীয় স্থান। সেখানে অভিরত গ্যাস উত্তলিত হতে থাকে। মানুষ সেখানে গিয়ে পিকনিক করে চলে আসে। দক্ষিনে রয়েছে অপরুপ সৌন্দয্যের শ্রীমতি খাল। এই খালটি সোজাসোজি গিয়ে সংযুক্ত হয়েছে কর্নফুলী নদীর সাথে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস