১। অগ্রণী শিল্পী গোষ্ঠি
এছাড়ারাও বিভিন্ন এনজিও সমুহ মাঝে মাঝে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে নাটিকা, সংগীতানুষ্ঠান ইত্যাদি প্রচার করা হয়। জনসাধারনের শিক্ষার সুবিধার্থে গ্রামাণচ্চলে কবি গান, পালা গান, জারি/সারী গানের মেলা বস্তে দেখা যাই। এমনকি স্কুল কলেজেও এসব অনুস্টানের আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও সদর থেকে আগত ট্যারেন্সপরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টি,আই, বি) নামক সঙ্ঘটন এসে জনগনকে বিভিন্ন কাজে-কর্মে সচেতন করে তোলার চেষ্টা করে থাকে। আমরা চাই, আমাদের গ্রামে এধরনের শিক্ষানীয় শত শত সঙ্ঘঠন গড়ে উঠুক জনগনের ইচ্ছা , আকাংক্ষা, হাসনা পূরন হওক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস