হাইদগাঁও ইউনিয়নে একটি মাত্র খাল অবস্থিত তা হলো- শ্রীমতি খাল। ঐতিহ্যের সাক্ষ্যি হয়ে আছে এই শ্রীমতি খাল। রাঙ্গুনীয়া থেকে হাইদগাঁও ইউনিয়নের বুক চিরে ভাটিখাইন ইউনিয়নের মধ্যে প্রবেশ করেছে। হাইদগাঁও ইউনিয়ন এর ভুকের ভিতর বুদবুদি ছড়া নামক এক পাহাড়ের মধ্যে অবিরত গ্যাস উত্তোলিত হতে থাকে। তাহা দেখার জন্য হাজার হাজার দর্শনার্থী ভীড় জমান এই পাহাড়ে। উক্ত পাহাড়ের বুকে কৃষকরা বিভিন্ন রকমের শস্য ফলিয়ে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস