হাইদগাঁও ইউনিয়নের 02 নং ওয়ার্ডের নতুন চর পাড়ায় একটি টিউবওয়েল বসাতে গিয়ে সেখানে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা গেছে জনাব রফিক সাহেবের কলোনিতে ব্যবহার কার্য সম্পাদনের জন্য একটি টিউবওয়েল বসানোর কাল চলে বিগত 2-3 দিন যাবৎ। কাজ শেষে দেখা যায়, সেখান থেকে বুদ বুদ করে শব্দ হচ্ছে। মিস্ত্রি মাসিস মেরে দেখলে সেখান থেকে আগুন জ্বলে ওঠে। এটি দেখে পাড়া প্রতিবেশী সকলে অবাক হয়ে যায়। উক্ত জায়গায় দুইদিন যাবৎ বিভিন্ন পত্রিকার রিপোর্টার গন গিয়ে সংবাদ সংগ্রহ করছেন। এটি দেখে অনেকেই বলছেন যে, অনেক দিন পর বিদাতা আমাদের মুখপানে ফিরে তাকিয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস